কথার মায়া

কথার মায়া (১) আমার কাছে অনেকে আক্ষেপ করে বলেন তারা নাকি শুনবার মতো যথেষ্ট ভালো ওয়াজ বা লেকচার কোথাও খুঁজে পান না। আমি যখন বলি, ‘কেনো, ইউটিউব ভর্তি এতো এতো ওয়াজ আর লেকচার থাকতেও খুঁজে না পাওয়ার কারণ কী?, তারা তখন বলেন, ‘ভাই, কাঁদা ছোড়াছুঁড়ির জন্যে সেসব জিনিস দেখতে ভালো লাগে না। কে কাকে কতো জোর গলায় অপমান-অপদস্থ করে কথা বলতে পারেন সেই প্রতিযোগিতা চলে বেশিরভাগ সময়। শ্রোতারাও কী মুগ্ধতা নিয়ে শুনে যান আর চিৎকার করে করে উৎসাহ দেন বক্তাদের! বলেন তো ভাই— এসব দেখে কি অন্তর নরম হবে না আরো কঠিন হয়ে উঠবে?’ না, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভালো ওয়াজ কিংবা ভালো বক্তা যে নেই তা বলা যাবে না। তবে, পাশাপাশি ওয়াজের নামে ব্যক্তিবিদ্বেষ, দল-বিদ্বেষ সহ নানান বিদ্বেষের ছড়াছড়িও যে বিপুলভাবে সয়লাভ তা-ও অস্বীকারের জো নেই। ভিডিওগুলোর থাম্বনেইল ছবি দেখলেই অনেকসময় বুঝে ফেলা যায় ভেতরে বক্তা আসলে কী বলেছেন— ‘অমুককে নিয়ে কী বললেন তমুক’, ‘অমুকের হাতে ধরা খেলেন…