জীবনের নানাবিধ রূপ

jiboner-nanabid-rup
আমি এমনকিছু মানুষকে চিনি যাদের সাথে কথা বললে মনে হয় পারলে কলিজাটা কেটে খাওয়ায় আমাকে, কিন্তু পশ্চাতে তারা আমার যে নিন্দা-মন্দ করে তা শুনেও আমাকে আকাশ থেকে পড়তে হয়। আমি তাদের দুই অবস্থা কোনোভাবেই মিলাতে পারি না। এমন অনেককে চিনি যারা দ্বীন আর ধর্ম নিয়ে সে কী সোচ্চার, কিন্তু ব্যক্তিগতজীবনে তাদের অসততা, তাদের কপটতা আর ভণ্ডামিগুলো দেখে আশ্চর্য বনে যাই— কীভাবে পারে! আবার, সততা, সত্যবাদিতা, দ্বীন আর ধর্ম থেকে জ্ঞাতসারে একচুলও বিচ্যুত হতে রাজি নয়— সেটা ব্যক্তিজীবন আর কর্মজীবন যেখানেই হোক— এমন অনেক লোককেও জীবনে আলহামদুলিল্লাহ পেয়েছি। তো, জীবন আসলে এটাই— গুলিস্তান থেকে চিটাগং রোড যাওয়ার রাস্তাটুকু। সেই সময়টুকুতে ভালো ব্যাপার যেমন ঘটতে পারে, খারাপ ব্যাপারও ঘটতে পারে ততোধিক। এসবকে সামলে নিয়েই একটা জীবন বাঁচতে হয়।