‘গাছ হতে এমন কোন পাতা ঝরে পড়ে না যার ব্যাপারে তিনি অবগত নন’। – আল আন’আম ৫৯
আয়াতটা চোখে পড়লেই আমি রীতিমতো ধাক্কা খাই। কী এক অসাধারণ ব্যাপার ভাবুন তো! পৃথিবীতে গাছের সংখ্যা কতো তা যদি আপনাকে বের করতে বলা হয়, আপনার কি সাধ্য আছে তা বের করার?
ধরে নিলাম যে যাবতীয় ‘হতে পারে/প্রায়/ কাছাকাছি’ জাতীয় কল্পনার আশ্রয় বাদ দিয়ে, এক অসাধ্য সাধন করে আপনি পৃথিবীর মোট গাছ সংখ্যা গুনে ফেললেন। কিন্তু সেসব গাছের পাতা সংখ্যা যদি আপনাকে গুনে বের করতে বলা হয়, সম্ভব কি আপনার দ্বারা?
আপনি এবার হয়তো মাথা চুলকে বলবেন, ‘তা কী করে হয়?’
তা আসলেই অসম্ভব। বলা হয়ে থাকে— আমাজন বনের মধ্যে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে আজ অবধি কোন মানুষের পদচিহ্ন পড়েনি। চিন্তা করে দেখুন— এমনই এক দূর্গম অঞ্চলে, যেখানে সূর্যরশ্মি পৌঁছাতে হিমশিম খেয়ে যায়, সেখান থেকে নীরবে-নিভৃতে, গভীর নিশিতে, অলক্ষ্য-অগোচরে যে পাতা ঝরে, তার ব্যাপারে দুনিয়ার আর কেউ না জানলেও, সেই ঝরা-পাতার খতিয়ান দুনিয়ার কোন রেকর্ড-বইতে তোলা না হলেও, তা আল্লাহর কাছে গোপন থাকে না।
গভীর নিশিতে, সবাই যখন নিশ্চিদ্র নিরুপদ্রব ঘুমে বিভোর, হালকা মিহি বাতাসে ওই সময়ে গাছের যে ক্ষুদ্র পাতাটা বিচ্ছিন্ন হয় তার শেকড়ের বন্ধন থেকে, যে ব্যাপারে আপনি কোনোদিনও জানবেন না, সে ব্যাপারটার ব্যাপারেও আল্লাহ অতি-অবশ্যই অবগত।
মহাবিশ্বের কতো কতো সৃষ্টি! কতো গ্যালাক্সি, মিল্কিওয়ে, কৃষ্ণগহ্বরের কতো রহস্য! কতো গ্রহ-উপগ্রহ, চাঁদ-তারা-সূর্য! এতো এতো সৃষ্টিরাজি থাকা সত্ত্বেও একটা ক্ষুদ্র পাতা ঝরার ব্যাপারেও তিনি বেখেয়াল নন— কতো অসাধারণ অভিভাবক আপনার রব ভাবুন তো!
গাছের একটা পাতা-ঝরার ব্যাপারকেও যিনি গুরুত্ব দেন, যিনি অতি-সামান্য, তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারটার ব্যাপারেও খোঁজ নিতে ভুলেন না, কার্পণ্য করেন না, আপনার কি ধারণা সেই রব আপনার দুঃখ-দূর্দশা, যে নিরন্তর ক্লান্তি, যে অপরিসীম বেদনার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, তা সম্পর্কে জানেন না?
বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়েমুচড়ে যান, যখন নীরবে-নিভৃতে দু’ ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে— নিশ্চিত থাকুন, সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না-জানা উদ্ভিদ, যার পাতা-ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া’তায়ালা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু-ঝরার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন।
হতাশ হবেন না। আপনার রবের পরিকল্পনায় আস্থা রাখুন।
সুন্দর চিন্তা…!!!
Your muslim brother
লেখকের কলম এভাবেই চূর্ণ করুক হাজারো নাস্তিকের নীলনকশাⓂ️
আলহামদুলিল্লাহ, সককিছু আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছি।