আরিফ আজাদ
লুসাই পাহাড় বেয়ে এঁকেবেঁকে নেমে আসা অপরূপ নদী কর্ণফুলির অঞ্চল থেকে উঠে আসা একজন লেখক— আরিফ আজাদ। সত্যের পেছনে নিরন্তর ছুটবার অদম্য নেশা থেকে সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাঁকে টেনে এনেছে লেখালেখির জগতে। সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু সত্য এবং সুন্দরে তাঁর যে সবিস্ময় মুগ্ধতা, সেই মুগ্ধতার ঘোর তাঁকে নিয়ে এসেছে সত্য তুলে ধরবার এমন এক দুনিয়ায়— যেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যের কুয়াশাকে মুছে দিতে চান ভোরের ঝলমলে আলো দিয়ে।
আরিফ আজাদ লেখালেখির জগতে পদার্পণ করেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে। তার পরের ইতিহাসকে যদি একশব্দে তুলে ধরতে হয়, তবে বলতে হবে— অবিশ্বাস্য! বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বই দিয়ে যে ক’জন লেখক বাজিমাত করেছেন, আরিফ আজাদ নিঃসন্দেহে তাদের মধ্যে অগ্রগণ্য। যেন তিনি ইতিহাসের সেই বীর যিনি ‘এলেন, দেখলেন আর জয় করে নিলেন’।
লেখকের সেই কলম এখনও সমানতালে বহমান। ‘আরজ আলী সমীপে’, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’, পাঠকনন্দিত ‘বেলা ফুরাবার আগে’, ‘জীবন যেখানে যেমন’, ‘নবি জীবনের গল্প’ এবং সর্বশেষ ‘এবার ভিন্ন কিছু হোক’ লিখে তিনি জানান দিয়েছেন— বাংলা সাহিত্যে উড়ে এসে জুড়ে বসা কোন চরিত্র তিনি নন।
সংসার, পড়াশুনা আর লেখালেখি ঘিরে লেখকের বেশিরভাগ সময় কাটে। পছন্দ করেন ঘুরাঘুরি, বৃষ্টি এবং অকূল সমুদ্র।
২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত ৮টি মৌলিক বই, ৩টি বইয়ের সহলেখক এবং বেশকিছু জনপ্রিয় বইয়ের সম্পাদনা করেছেন আরিফ আজাদ ।
প্রকাশিত বইগুলো (মৌলিক) হলো—
- প্যারাডক্সিক্যাল সাজিদ ১ (২০১৭)
- আরজ আলী সমীপে (২০১৮)
- প্যারাডক্সিক্যাল সাজিদ ২ (২০১৯)
- বেলা ফুরাবার আগে (২০২০)
- নবী জীবনের গল্প (২০২১)
- জীবন যেখানে যেমন (২০২১)
- এবার ভিন্ন কিছু হোক (২০২২)
- কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ (২০২৩)
বাংলাদেশের প্রথম এবং অন্যতম বইকেন্দ্রিক ই-কমার্স প্রতিষ্ঠান “রকমারি” থেকে বেস্টসেলার এওয়ার্ড অর্জন করেছেন আরিফ আজাদ। এছাড়া “বইফেরি” থেকেও মিলেছে বেস্টসেলার লেখকের সম্মাননা।
আরিফ আজাদ এর বইগুলো সংগ্রহ করা যাবে দেশজুড়ে যে কোনো বইয়ের স্টোরগুলো থেকে, পাশাপাশি হোম ডেলিভারি পাওয়া যাবে দেশের জনপ্রিয় সকল ই-কমার্সগুলো থেকে, এর মধ্য অন্যতম—
এছাড়া দেশের বাইরের পাঠকরা বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট “Amazon-অ্যামাজন” থেকেও আরিফ আজাদ এর বইগুলো সংগ্রহ করতে পারবে।