আরিফ আজাদ সমগ্র ( ৭ টি বই )
1,485৳
এ সময়ের জনপ্রিয় লেখক আরিফ আজাদের ৭ টি পাচ্ছেন আমাদের এই প্যাকেজে ।
Description
প্যারাডক্সিক্যাল সাজিদ:
বিশ্বাসের কথা কতোটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতোটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতোটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেওয়া যায়? যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতেই মুক্তি? প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে এসবের উত্তর মিলতে পারে।
প্যারাডক্সিক্যাল সাজিদ-২:
বিশ্বাসের বিস্ময়কর যাত্রায় সাজিদ যেন এক অনুপম নাম। নাস্তিকতার শেকল ভেঙে সাজিদ নীড়ে ফিরেই ক্ষ্যান্ত হয়নি, সে কাঁধে তুলে নিয়েছে বিশ্বাসকে বাতাসে ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্বও। আমরা সাজিদকে তুলনা করতে পারি একজন আতরওয়ালার সাথে যে সুরভী ছড়ানোর কাজে ব্যতিব্যস্ত রাখে নিজেকে। সাজিদও সুরভী ছড়ায়— বিশ্বাসের সুরভী।
আরজ আলী সমীপে:
প্রশ্ন করতে পারা নিঃসন্দেহে চমৎকার একটা গুণ। তবে— উত্তরের আগেই যদি ব্যক্তি অনুসিদ্ধান্তে পৌঁছে গিয়ে থাকে, কিংবা ব্যক্তি যে উৎস থেকে প্রশ্নগুলো ধার করেন সেটা যদি হয় অজ্ঞতা আর গোঁড়ামিতে পূর্ন— সত্যকে নিয়ে সেখানে ছিনিমিনি খেলা সম্ভব বটে। বিশ্বাসের সত্যকে ঘিরে এ-ধরণের অজ্ঞতা আর গোঁড়ামির উত্তর পাওয়া যায় ‘আরজ আলী সমীপে’র পাতায় পাতায়।
বেলা ফুরাবার আগে:
‘জন্মিলে মরিতে হবে’, তবে মৃত্যুই কি সবকিছুর সমাপ্তি? এই কোলাহল, আয়োজন, আড়ম্ভরতা, এই যাপিত জীবনের সকল অধ্যায় একদিন টুপ করে নিঃশেষ হয়ে যাবে? কোথাও কি বরাদ্দ নেই আরেকটা জীবন? যদি থাকে, সেই জীবনের জন্য আমাদের আয়োজন কতোখানি? জীবনের বেলা ফুরিয়ে যাবার আগে আমরা সেই অনন্তের পথে ডেকে যেতে চাই।
এবার ভিন্ন কিছু হোক:
অনেক তো ঘোর লাগা সময় পার করা হলো, অনেক অলস সকাল, বিষণ্ন দুপুর, বিবর্ণ বিকেল আর নিঃসঙ্গ রাত। এভাবেই কি ফুরিয়ে যাবে একটা আস্ত মানবজীবন? কোথাও কি থাকবে না বদলানোর একটু হাতছানি? কোন এক মিষ্টি সকালে, একবার গা ঝাড়া দিয়ে আমরা কি বলে উঠতে পারি না— ‘এভাবে আর নয়। এবার ভিন্ন কিছু হোক’।
জীবন যেখানে যেমন:
জীবন গল্পের মতো নয়— মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও অনেকবেশি গল্পময়। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পের উপাদান যাতে কল্পনা নয়, মিশে আছে বাস্তবতার অনুষঙ্গ। ‘জীবন যেখানে যেমন’ বইতে সেই গল্পগুলোর খানিকটা সাক্ষাৎ পেতে পারেন।
নবি-জীবনের গল্প:
নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষ। সেই অনুপম চরিত্রের মাঝে জীবনের যে পাঠ আমাদের জন্য নিহিত, তার খানিকটা তুলে ধরার প্রয়াস চালিয়েছেন লেখক আরিফ আজাদ।
Hello World! https://apel.top/go/gu4winrshe5dgoju?hs=7c63a20610225f783380e5cc8a76074c& –
btcxl8